পোস্টগুলি

জুলাই, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্বের ৫জন শীর্ষ তরুণ এবং প্রতিভাবান ফটোগ্রাফার - ডিন ওয়েস্ট

ছবি
  লেখিকা - অনন্যা মণ্ডল -------------------------------------------------------------------------------------------------------------------- Image source: www.google.com বিশ্ব বিখ্যাত নতুন প্রতিভাধর ফটোগ্রাফারের মধ্যে একজন হলেন ডিন ওয়েস্ট ( Dean West )। সমসাময়িক চিন্তাভাবনা এবং ভাবনা শৈলীতে পরিপূর্ণ তাঁর ছবিগুলি আন্তর্জাতিক পুরস্কারের যোগ্য। বিভিন্ন প্রথম শ্রেণীর ফটোগ্রাফি ম্যাগাজিন আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়েছে তার অনেক ছবি। ১৯৮৩ সালের ছোট্ট শহরের জন্ম হওয়া ডিনের ফটোগ্রাফি প্রতি ভালোবাসা শুরু হয়েছিল হাই স্কুলের একটি ছোট্ট কামরায়। পরবর্তীতে কুইন্সল্যান্ড কলেজ অফ আর্ট থেকে ২০০৭ সালে জিজুয়াল কালচার এবং এডভারটাইজমেন্ট নিয়ে পড়াশোনা করে তিনি একটি ফটোগ্রাফি এবং পোস্ট প্রোডাক্ট এর স্টুডিও তৈরি করেন। ২০০৮ সালে বিশ্বের প্রথম ১০০ জন উদীয়মান ফটোগ্রাফারের মধ্যে ডিন ওয়েস্ট কে অন্তর্ভুক্ত করা হয় এবং সেরা বিজ্ঞাপনী ফটোগ্রাফার হিসেবেও তিনি আওয়ার্ডে ভূষিত হন।

বর্ষা রানী

ছবি
  লেখিকাঃ-  চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জী ------------------------------------------------------------------------------------------------------------------