আজব ফল রামবুটান
সঙ্কলন - সায়ন্তনী ব্যানার্জী ----------------------------------------------------------------------------------------------------------------- আমরা অনেক ধরনের ফল খাই, কিন্তু রামবুটান ফলটির মত আজব ফল বোধহয় খুব কমই খেয়েছি। আকারে লিচুর থেকে একটু বড়, ডিম্বাকৃতি দেখতে রামবুটান ফলটি আসলে দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হয়। তোমরা যদি কখনো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা ফিলিপাইনস-এ বেড়াতে যাও, তাহলে নিশ্চয়ই এই ফলটি দেখতে পাবে। এখানকার মানুষদের কাছে এই ফলটি খুব প্রিয় আর তারা অনেক ধরনের খাবারেও তা ব্যবহার করে থাকে।