বিশ্বের ৫জন শীর্ষ তরুণ এবং প্রতিভাবান ফটোগ্রাফার - ডিন ওয়েস্ট

 

লেখিকা - অনন্যা মণ্ডল

--------------------------------------------------------------------------------------------------------------------
Image source: www.google.com

বিশ্ব বিখ্যাত নতুন প্রতিভাধর ফটোগ্রাফারের মধ্যে একজন হলেন ডিন ওয়েস্ট (Dean West)। সমসাময়িক চিন্তাভাবনা এবং ভাবনা শৈলীতে পরিপূর্ণ তাঁর ছবিগুলি আন্তর্জাতিক পুরস্কারের যোগ্য। বিভিন্ন প্রথম শ্রেণীর ফটোগ্রাফি ম্যাগাজিন আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়েছে তার অনেক ছবি। ১৯৮৩ সালের ছোট্ট শহরের জন্ম হওয়া ডিনের ফটোগ্রাফি প্রতি ভালোবাসা শুরু হয়েছিল হাই স্কুলের একটি ছোট্ট কামরায়। পরবর্তীতে কুইন্সল্যান্ড কলেজ অফ আর্ট থেকে ২০০৭ সালে জিজুয়াল কালচার এবং এডভারটাইজমেন্ট নিয়ে পড়াশোনা করে তিনি একটি ফটোগ্রাফি এবং পোস্ট প্রোডাক্ট এর স্টুডিও তৈরি করেন। ২০০৮ সালে বিশ্বের প্রথম ১০০ জন উদীয়মান ফটোগ্রাফারের মধ্যে ডিন ওয়েস্ট কে অন্তর্ভুক্ত করা হয় এবং সেরা বিজ্ঞাপনী ফটোগ্রাফার হিসেবেও তিনি আওয়ার্ডে ভূষিত হন।

তাঁর ছবি গুলি যেন বিজ্ঞাপন জগতে নক্ষত্রের মতন। প্রতিদিনের ছোটখাটো বাস্তব ঘটনাগুলিকেই শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং ডিজিটাল ডিজাইনিং এর মাধ্যমে তিনি এক অদ্ভুত মায়াময় ম্যাজিক তৈরি করতে পারেন যা বিজ্ঞাপন দুনিয়ার ডকুমেন্টেশনের সঙ্গে মিলে যায় সহজেই। নতুন কিছু উদ্ভাবনের ইচ্ছা এবং ল্যান্ডস্কেপের নিখুঁত পর্যবেক্ষণ তাঁকে ফটোগ্রাফি দুনিয়ায় খ্যাতি এবং তাঁর ছবিগুলিকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। পশ্চিমী ফটোগ্রাফি তাকে প্রভাবিত করেছে অনেক খানি। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত তাঁর প্রচুর সোলো এক্সিবিশন এবং বেশ কিছু গ্রুপ এক্সিবিশন তাঁকে আরও পরিচিতি দিয়েছে। এছাড়াও ইলাস্ট্রেটিভ ফটোগ্রাফার অব দ্য ইয়ার, আইপিএ অ্যাওয়ার্ড, ব্লু ডায়মন্ড ফটো অ্যাওয়ার্ড, ভিসুয়াল আর্টিস্ট অফ দা ইয়ার প্রভৃতি নানা সম্মানে তাকে ভূষিত করা হয়েছে।

Image Source: www.saatchiart.com

 
তার ছবিতে মনোক্রোমেটিক এবং একই কালার হুইলের বিভিন্ন রঙের খেলা দর্শকদের মনকে আকর্ষিত করে তাই নয় বিস্ময় জোগায় রীতিমতো। তাঁর ছবির মধ্যে যেন সূক্ষ্মভাবে নীরব কথোপকথন। একই সঙ্গে সেখানে থাকে চেতনার বহুস্তর যা বাস্তবের ফ্রেমকে অতিক্রম করে আমাদের মনকে নিয়ে যায় কল্পনার জগতে। ফটোগ্রাফার ডিন ওয়েস্টের ছবি এতোখানি নতুনত্বে ভরপুর যে এই নবীন প্রতিভার শিল্প এখন থেকেই উত্তর আমেরিকা এবং ইউরোপের বহু প্রদর্শনীতে সংগ্রহ করে রাখা হচ্ছে। এই কথা বলাই বাহুল্য যে ফটোগ্রাফির নূতন ইতিহাসে ডিন ওয়েস্টের গল্প ভাবী চিত্রকরদের অনেক অনুপ্রেরণা জোগাবে। 







মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১