বর্ষা রানী

 

লেখিকাঃ- চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জী

------------------------------------------------------------------------------------------------------------------


বর্ষা রানী, বর্ষা রানী কোথায় তোমার ঘর?
 আষাঢ় এলো এবার এসো আমরা কি ভাই পর!
রবির তেজে রত্নাকরের জল যে পেল পাখা
সেই পাখাতেই ভর করে ভাই কৃষ্ণ মেঘের দেখা
মেঘ কি শুধু জল জমে হয়!ধুলো হলো সাথী
মেঘে মেঘে ঘর্ষণে ভাই বজ্রপাতে মাতি
বজ্রপাতের আলোর ছটায়,শব্দে কাঁপে ধরা
মরা নদী উঠলো জেগে দুকূল হলো হারা
বেল টগরে আদর দিয়ে গন্ধরাজের বুকে
তোমার স্নেহ জলের ধারা কোন অপরূপ সুখে
তোমার বানে ভাসলো দেখি কোন সে দুঃখীর ঘর
  জল সরলে উর্বরা হয় মরা নদীর চর
ভাবুক কবি তোমার ছবি জপে মনের মাঝে
বর্ষা তুমি রানী হয়ে থেকো সকাল সাঁঝে!


মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১