লেখকঃ- সঞ্জিতকুমার সাহা ------------------------------------------------------------------------------------------------------------------ পর্ব ১ পড়তে এখানে ক্লিক করো ৪ পুলকেশ দোতলার যে ঘরে বসেন সেখান থেকেই দেখা যায় অসীমবাবুর বাগানের পুরো ছবি। ওই তো স্কুলের গা ঘেঁষে, একেবারে পাঁচিলের গায়ের কাছেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি বাতাবি লেবুর গাছ। সেখানে ঝুলছে অসংখ্য বাতাবি লেবু। দিনে দিনে বড়ো হচ্ছে। একেকটা ছোটোখাটো ফুটবলের মতো। এরপরে আতা গাছে আতা, বেল গাছে বেল। ডালিম গাছেই তো কত ডালিম। দেখলে কার না লোভ হয়! আর ওরা তো বাচ্চা। ওরা ওই বাতাবি পেড়েই বা কী করবে! খেতে পারত? কিন্তু ওরা যে সেদিন বাতাবিই পেড়েছিল তার প্রমাণও মিলেছে। দুদিন আগে দোতলায় ওঠার সিঁড়িতে বাতাবির খোল পড়ে থাকতে দেখা গেছিল। তার মানে ওটা ওই বাগানেরই লেবু ছিল। সেদিন কিছু মনে হয়নি। মনে হয়েছিল কেউ হয়তো বাড়ি থেকে এনে বন্ধুরা মিলে মজা করে খেয়েছে। তারই দু-চারটি খোল হয়তো পড়ে ছিল। আজ মনে হচ্ছে, ওগুলো ওই বাগানেরই ছিল। কিন্তু এই অপকর্ম কে বা কারা করেছে তা জানা যায়নি, পুলকেশ জানতেও চাননি। ...