দিদি
লেখিকাঃ- দীপালি ভট্টাচার্য ------------------------------------------------------------------------------------------------------------------ আজ চিল্ড্রেন্স ডে। সানাই খুব খুশি। স্কুলে কত প্রোগ্রাম। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনও আছে। প্রোগ্রামে যারা অংশ নিচ্ছে সবাই প্যাকেট পাবে। তবে ওর প্যাকেট ও বাড়িতে নিয়ে আসবে। স্কুলে বন্ধুদের সাথে পিকনিক আছে কিনা! দিয়া, লুনা, মন্দিরা আর সানাই চারজনে মিলে ওই দিনেই পিকনিক করবে ঠিক করেছে।