Dog Gone - হারিয়ে যাওয়া পোষা কুকুরকে ফিরে পাওয়ার গল্প
লেখিকাঃ- অনন্যা মন্ডল --------------------------------------------------------------------------------------------------------------------- একটা ফুটফুটে গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর কার না পছন্দ? আর তেমনই একটা কুকুরকে নিয়ে যদি হয় সিনেমা তাহলে তো কথাই নেই। এইরকমই একটা সিনেমার গল্প আজ আমরা জানবো। এই সিনেমার নাম 'ডগ গন' (Dog Gone) - একটা হারিয়ে যাওয়া পোষা কুকুরকে ফিরে পাওয়ার গল্প।