বিশ্বের ৫জন শীর্ষ তরুণ এবং প্রতিভাবান ফটোগ্রাফার - ব্রুক শেডেন
লেখিকা - অনন্যা মণ্ডল -------------------------------------------------------------------------------------------------------------------- মহিলাদের মধ্যে ফটোগ্রাফির জনপ্রিয়তা বেড়েছে যুগের সঙ্গে পাল্লা দিয়ে। এমনই একজন বিখ্যাত মহিলা ফটোগ্রাফার হলেন ব্রুক শেডেন (Brooke Shaden )। ১৯৮৭ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যাংস্টারে তার জন্ম। যদিও ছবির জগতে তার দ্বিতীয় জন্ম হয় ২০১৮ সালে বর্তমানে লস এঞ্জেলসে থাকা এই ফটোগ্রাফার কিন্তু পড়াশোনা করেছেন ফিল্ম স্টাডিজ এবং ইংরেজি ভাষা নিয়ে। পরবর্তীতে তিনি একজন স্বাধীন এবং স্বতন্ত্র ফটোগ্রাফার হিসেবে নিজেকে তুলে ধরেছেন বিশ্বের কাছে। তার ছবির মাধ্যমে তিনি তুলে ধরেন সেই প্রকৃতির কথা সেই সব পেয়েছি জগতের কথা যেখানে আমরা বাঁচতে চাই কিন্তু বাস্তবের চাপে সে জগৎ আমাদের আর ছোঁয়া হয় না।