বিশ্বের ৫জন শীর্ষ তরুণ এবং প্রতিভাবান ফটোগ্রাফার - ব্রুক শেডেন
লেখিকা - অনন্যা মণ্ডল
--------------------------------------------------------------------------------------------------------------------
মহিলাদের মধ্যে ফটোগ্রাফির জনপ্রিয়তা বেড়েছে যুগের সঙ্গে পাল্লা দিয়ে। এমনই একজন বিখ্যাত মহিলা ফটোগ্রাফার হলেন ব্রুক শেডেন (Brooke Shaden)। ১৯৮৭ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যাংস্টারে তার জন্ম। যদিও ছবির জগতে তার দ্বিতীয় জন্ম হয় ২০১৮ সালে বর্তমানে লস এঞ্জেলসে থাকা এই ফটোগ্রাফার কিন্তু পড়াশোনা করেছেন ফিল্ম স্টাডিজ এবং ইংরেজি ভাষা নিয়ে। পরবর্তীতে তিনি একজন স্বাধীন এবং স্বতন্ত্র ফটোগ্রাফার হিসেবে নিজেকে তুলে ধরেছেন বিশ্বের কাছে। তার ছবির মাধ্যমে তিনি তুলে ধরেন সেই প্রকৃতির কথা সেই সব পেয়েছি জগতের কথা যেখানে আমরা বাঁচতে চাই কিন্তু বাস্তবের চাপে সে জগৎ আমাদের আর ছোঁয়া হয় না।
সেল্ফ পোট্রেট দিয়েই এই ফটোগ্রাফারের হাতে খড়ি। ইউটিউবে দা কনসেপ্ট নামের নেটওয়ার্কে সিরিজে কো হোস্ট হিসেবে দেখা মেলে ব্রুক শেডেন-এর। এছাড়া তিনি ফ্যাশন ফটোগ্রাফার হিসেবেও কাজ করে থাকেন করেছেন দুটি সোলো এবং একটি গ্রুপ প্রদর্শনীও। মূলত সব প্রতিকৃতি অর্থাৎ নিজের ছবি নিয়েই তার কাজ। ছোটবেলা থেকেই তার মধ্যে যে সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বীজ বোনা হয়েছিল তাই প্রকাশ পায় মাত্র ২৪ বছর বয়সে যখন তিনি ডিজিটাল ডার্ক রুম এক্সিবিশনে সবথেকে কম বয়সী ফটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ছবিতে ব্যবহৃত রং এবং থিম গুলি নিঃসন্দেহে যেন কোন ফ্যান্টাসি জগতের প্রতিচ্ছবি। মৃত্যুকে তিনি ভয় পান তাই জীবন মৃত্যুর বেড়াজাল তিনি ভেঙে দিয়েছেন ফটোগ্রাফি আর ফটোশপের কালার এর টুলের মাধ্যমে। শেডেনের কাছে ছবি হল গল্প বলারই আর এক নাম।
তবে ফটোগ্রাফার হিসেবে তো তিনি যেমন সফল একই ভাবে তাঁর কাছে পরিবার এবং মাতৃত্ব সমান আনন্দের। তাইতো এত সফলতার পরেও এই ফটোগ্রাফার মাটি ছুঁয়ে থাকেন পরিবার এবং পোষ্য বেড়ালটিকে নিয়ে। তবে একথা ভুললে চলবে না যে একই সঙ্গে তিনি আবার মোটিভেশনাল স্পিকারও বটে। তাইতো তিনি মনে করেন সমস্ত ভয় কাটিয়ে সাহসের দিকে চলার নাম জীবন, না পারা এবং পারার পার্থক্য হল জীবন। আর তাঁর প্রেরণা? তাঁর মায়ের বলা কথা গুলি - “যতক্ষণ না তুমি চেষ্টা করে দেখছো, তুমি জানো না তুমি ঠিক কী করতে পারো”। তাই হয়তো সেই একই বার্তা দিয়ে যায় আর নূতন ভাবে বাঁচতে শেখায় তাঁর ছবি গুলি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন