চাঁদ ও চাঁদের বুড়ি
লেখিকাঃ- চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জী
------------------------------------------------------------------------------------------------------------------
ও চাঁদ তোর রূপের ছটায় ভুলেছে মোর মন।
সূর্যি এখন বিদায় নেবে চুপি চুপি শোন।
তোর আঙিনায় চরকা কাটে আদ্যিকালের বুড়ি
ভাবতে ভালো লাগে জানিস দিয়ে কাঁথামুড়ি।
চন্দ্রযান এর যন্ত্রমানব তোর পিঠেতে বসে
দিব্যি কদিন কাটিয়ে এলো আনন্দেতে ভেসে।
তোর তো এখন যাওয়া আসা ইসরো থেকে নাসা
ভাবছে সবাই চাঁদে গিয়ে বাঁধবে নাকি বাসা।
তোর বুকেতে কত খনিজ ভীষণ নাকি দামি!
সেই নিয়ে ভাই গবেষণা নিত্য দিবস যামি।
তবুও ইন্দু মনে মনে ভাবতে ভালো লাগে
সেই সে বুড়ি চরকা কেটে কত না রাত জাগে!
সেই গল্পেই ফিরে আসে মোদের ছেলেবেলা।
পূর্ণিমা রাত, কুমির ডাঙ্গা, লুকোচুরি খেলা!
ঠাটু, দাদুর মুখে শোনা রূপকথারই গল্প
মোদের মাঝে বানিয়ে দিত একটা জগৎ কল্প।
সেই জগতে ছিলনা ভাই টেনসন, ডিপ্রেসন!
চাঁদের আলোয় থাকত ভরে মোদের মনপ্রাণ।
আজকে শিশু ঘরের মাঝে কম্পিউটার বন্দি।
নেই তো সময়, করবে তারা, তোর সাথেতে সন্ধি।
অঙ্ক, সাইন্স, এস এস টি আর হরেক রকম ভাষা!
অ্যাবাকাস আর নাচ, গানেতে সবাই যে কোণ ঠাসা।
তার মাঝেতেও চাঁদের বুড়ি স্বপ্নে ওদের থাকিস।
বিধুরানী তোর কিরণে ওদের খুশি রাখিস ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন