ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

 

লেখিকাঃ- সায়ন্তনী ব্যানার্জী

------------------------------------------------------------------------------------------------------------------

ফটগ্রাফি শিখতে চাও? শুরু করো শ্যাডো প্লে দিয়ে!



ছোট্ট খুঁদে বন্ধুরা, বলো তো তোমাদের জন্মদিনে আনন্দ উৎসবের ফটো তুলে স্কুলের বন্ধুদের দেখাতে কে না ভালোবাসো? সব্বাই ভালোবাসো, তাই না? কোথাও বেড়াতে গিয়ে বাবা, মা বা বড়দের কারোর কাছ থেকে আবদার করে ক্যামেরা নিয়ে নিজের হাতে খচাখচ শাটার টিপে ফটো তোলার মজাই আলাদা। কিন্তু সব সময় যে সেই ফটো ভালো ওঠে তাও নয়। তখন আবার মুখ ভার করে থাকতে হয়। চন্তা কোরো না, এবার তোমাদের ফটোগ্রাফি কী করে করতে হয় তার টিপস দেব আমি।

ফটোগ্রাফি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের শখ নয়। বর্তমান যুগে ফোন, ল্যাপটপ, ট্যাবলেটে ক্যামেরা থাকার কারণে ফটো-ক্যাপচারিং ডিভাইস অ্যাক্সেস করা আগের চেয়ে সহজ হয়ে গেছে। আর এই ডিভাইসগুলো বেশী ব্যায়বহুল না হওয়ার ফলে সহজলভ্যও বটে। তাই আজকাল বড়দের পাশাপাশি ছোটরাও খুব সহজে ফটোগ্রাফি/ভিডিওগ্রাফি চর্চা করতে পারছে।

ফটোগ্রাফি করা শেখার তাল তো অনেকেই তোলে কিন্তু কীসের ফটো তুলবে আর কিভাবে তুলবে তা ভেবে বের করতে পারে না অনেকেই। তাই যারা ফটোগ্রাফি করা সবে শুরু করেছ বা করতে চাইছ তাদের জন্যে সহজ সরল কয়েকটি আইডিয়া দিই। এই আইডিয়া ব্যবহার করে প্রচুর এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবে।

আইডিয়া ১ঃ- ছায়া খেলা বা শ্যাডো প্লে

রাতে শুতে যাওয়ার আগে বাবা বা মা-কে বলো ঘরের আলো নিভিয়ে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বালতে। তারপর সেই ল্যাম্পের সামনে হাত আর আঙুল দিয়ে নানারকম অঙ্গভঙ্গি করে দেওয়ালে তার ছায়া ফেলতে, ঠিক যেমন ছায়া খেলায় দেখতে পাওয়া যায়। আর তুমি থাকবে ক্যামেরা নিয়ে রেডি হয়ে। চটপট তুলে নেবে কয়েকটা শ্যাড প্লে-র ছবি।



শুধু রাত নয় দিনের বেলাতেও সূর্যের আলোর তলায় দাঁড়িয়ে যে ছায়া পড়ে তার ফটো তুলতে পারো। দেখবে কেমন অদ্ভুত অদ্ভুত আকারের ছায়া পড়ে কিছু কিছু বস্তু বা জীবজন্তু বা মানুষেরও।

ছবি তোলার সময় হাত কাঁপছে কিনা অত লক্ষ্য কোরো না, তাহলে ফটোগ্রাফি করার মজাটাই পাবে না। যা পারবে, যতগুলো পারবে ছবি তুলে রাখবে। তারপর সবকটা ছবি একসাথে নিয়ে মোবাইল-এর গ্যালারি বা ল্যাপটপ বা কম্পিউটারে ডিস্প্লে করে দেখবে কেমন লাগছে। দেখবে একটা না একটা মাস্টারপিস ঠিক বেড়িয়ে এসেছে তোমার হাত দিয়ে।

  


Author bio

Name: Sayantani Banerjee

Sayantani Banerjee is by profession a digital marketer and guest blogger and loves to write on various subjects like fashion, lifestyle, digital marketing, psychology, personal development, etc. She writes in Bengali and English language.

View her profiles on LinkedIn | Facebook | Twitter

মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১