ব্যাং রাজকুমারী - পর্ব ৪
(রুশ রূপকথা) ভাবানুবাদঃ - অনন্যা মণ্ডল ------------------------------------------------------------------------------------------------------------------ দেশে-দেশে রাজপুত্র ইভান তার একমাত্র স্ত্রীকে খুঁজে বেড়াতে লাগল। সে রাস্তায়-রাস্তায় এত ঘুরলে যে তার চটি গেল ছিঁড়ে। জামাকাপড় হয়ে গেল মলিন। বৃষ্টিতে তার টুপি ভিজে ছুপচুপে হয়ে গেল। এমন দুর্দশায় একদিন হঠাৎ করে দেখা হল এক বৃদ্ধ মানুষের সঙ্গে। সেই বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করলে "বাছা, তুমি কি কিছু খুঁজছো?" রাজপুত্র উত্তর দিল সে তার একমাত্র স্ত্রীকে হারিয়ে ফেলেছে এবং তাকেই সে খুঁজতে বেরিয়েছে। তাই শুনে বিস্তর দুঃখ প্রকাশ করে সেই বৃদ্ধ বলেন, "হায় হায় রাজপুত্র, তুমি করেছ কী? কী ভেবে তুমি তার ব্যাঙের খোলস কে পুড়িয়ে ফেললে? তোমার এটা করা একদম উচিত হয়নি। আসলে ব্যাপারটা হল ভ্যাসিলিসা অত্যন্ত বুদ্ধিমতী এবং জ্ঞানী। ছোটবেলা থেকেই সে তার বাবার চেয়েও বেশি বুদ্ধি রাখত। তাই একদিন তার বাবা রেগে গিয়ে তাকে তিন বছরের জন্য ব্যাং হয়ে যাওয়ার অভিশাপ দেন।" এরপর সেই বৃদ্ধ তার জ...