অঙ্কজব্দ -পর্ব ২ - উত্তর
অঙ্কজব্দ - পর্ব ২ (উত্তর)
--------------------------------------------------------------------------------------------------------------
এখানে মজার মজার অঙ্কের ধাঁধা পাবে । ধাঁধার উত্তর খুজতে মাথা গুগলি হয়ে যাবে।
গত ২০ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে প্রকাশিত অঙ্কজব্দের উত্তর।
১) নিচে দেওয়া ছবিতে কয়েকটি সংখ্যা দেখানো আছে। এদের মধ্যে একটি সংখ্যার জায়গায় প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। অনুপস্থিত সংখ্যাটি কী?
উত্তরঃ-
উপরে দেওয়া ছবিতে প্রথম সারিতে থাকা সংখ্যাগুলির গুণফল নিচে দেওয়া হলঃ-
৫ x ৮ = ৪০
এবার আসা যাক প্রতিটি কলমের সঙ্খ্যাগুলির গুণফলঃ-
৫ x ৬ = ৩০
৮ x ৩ = ২৪
তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবেঃ-
৬ x ৩ = ১৮
অর্থাৎ অনুপস্থিত সংখ্যাটি হল ১৮।
২) নিচে দেওয়া ছবিতে কয়েকটি সংখ্যা দেখানো আছে। এদের মধ্যে একটি সংখ্যার জায়গায় প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। অনুপস্থিত সংখ্যাটি কী?
উত্তরঃ-
উত্তরঃ-
উপরে দেওয়া ছবিতে প্রতিটি কলাম এবং সারিতে থাকা তিনটি সংখ্যার যোগফল নিচে দেওয়া হলঃ
৮ + ৩ + ৪ = ১৫
৬ + ৭ + ২ = ১৫
৮ + ১ + ৬ = ১৫
৩ + ৫ + ৭ = ১৫
তাহলে তৃতীয় কলামের দ্বিতীয় সারির অনুপস্থিত সংখ্যাটিকে যদি z ধরি তাহলে য়ামরা পাবঃ-
৮ + z + ২ = ১৫ => z = ১৫ - ৬ - ২ => z = ৯
অর্থাৎ অনুপস্থিত সংখ্যাটি হল ৯।
৩) নিচে দেওয়া ছবিতে কয়েকটি সংখ্যা দেখানো আছে। এদের মধ্যে একটি সংখ্যার জায়গায় প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। অনুপস্থিত সংখ্যাটি কী?
উত্তরঃ-
উপরে দেওয়া ছবিতে বিপরীত অংশে দুটি সংখ্যার যোগফল একই।
১১ + ১৩ = ২৪
৭ + ১৭ = ২৪
৮ + ১৬ = ২৪
৪ + ? = ২৪ => ? = ২৪ - ৪ => ? = ২০
অর্থাৎ অনুপস্থিত সংখ্যাটি হল ২০।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন