বিশ্বের ৫জন শীর্ষ তরুণ এবং প্রতিভাবান ফটোগ্রাফার - মাইয়া ফ্লোর

 

লেখিকা - অনন্যা মণ্ডল

--------------------------------------------------------------------------------------------------------------------


বিশ্বের অন্যতম আরেক তরুণ মহিলা ফটোগ্রাফার মাইয়া ফ্লোর (Maia Flore)। তার জন্ম প্যারিসে ১৯৮৮ সালে। ইকোলি তুই গবলিন থেকে ২০১০ সালে স্নাতক পাস করার পর তিনি তার পরের বছর আজেন্স ভ্যু নামে একটি ফটো এজেন্সিতে যোগদান করেন। পারিপার্শ্বিক পরিবেশ এবং সমাজ সম্পর্কিত উদ্বেগ এবং স্পর্শকাতরতা তার ছবির মূল বিষয়। আর তার ছবির আসল ইউএসপি হলো পরিবেশ এবং জীবনযাপনের সহজ সৌন্দর্য্য। 

তিনি শুধুমাত্র আর্টিস্ট নয়, গল্পকার বা ভিজুয়াল স্টোরি টেলার হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। স্টিল এবং এবং মুভিং ফটোগ্রাফিতে তাঁর দখল প্রশংসনীয়। বিভিন্ন নামি দামী ব্র্যান্ড, সৃজনশীল সংস্থা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে তিনি কোলাবরেশনে কাজ করে থাকেন। আর্ট ডিরেকশন ফটোগ্রাফি এডিটিং ফাইন আর্টস এবং ডিজিটাল আর্ট নিয়ে তিনি কাজ করে থাকেন। 

তার ভিজুয়াল আর্টের প্রথম সিরিজ হল "স্লিপ এলিভেশন"। এখানে তিনি তার শৈশবের স্মৃতি, ফিনল্যান্ডের মনোরম গ্রীষ্মের দিনগুলির কথা ফুটিয়ে তুলেছেন ছবির মাধ্যমে। এছাড়াও তার পরবর্তী দুটি সিরিজ "সিচুয়েশন" এবং "মর্নিং স্কাল্পচার" ফটোগ্রাফি জগতে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। সিচুয়েশন সিরিজের বিষয় ছিল একটি প্রাকৃতিক ল্যান্ডস্কেপে লাল পোশাক পরিহিত একটি মেয়ের প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগের একান্ত মুহূর্ত। এই সিরিজে কখনো আমরা দেখি সূর্যের আলো ধোয়া কল্পনাবিলাসী মন কুয়াশা সমাহিত রহস্যকে ভেদ করার উন্মাদনা। প্রকৃতির ছোট ছোট স্বাধীন সৌন্দর্য গুলি যেন একটি মেয়ের মানসপটে ধরা পড়েছে অবলীলায়। তার বিভ্রান্তি আনন্দ এবং কল্পনার রংগুলি বাস্তবতা পেয়েছে এই সিরিজে। "স্লিপ এলিইভেশন" আবার আমরা দেখি শৈশব স্মৃতি মাখা সীমাহীন স্বপ্ন উড়ান।

Image source: www.all-about-photo.com

বার্কলে ও ক্যালিফোর্নিয়ার আর্ট সেন্টারে তাঁর এই উপরিউক্ত সিরিজগুলির প্রদর্শন হয়েছে। তার কাজ প্রথম আন্তর্জাতিকভাবে নজরে এসেছিল ২০১১ সালের প্যারিসে অনুষ্ঠিত ইয়াং ফটোগ্রাফি অনুষ্ঠানে। তারপর থেকে তাঁর ভিজুয়াল স্টোরি টেলিং মন জিতে নিয়েছে সকল দর্শকের। সম্প্রতি বার্সি ভিলেজে প্রদর্শিত হয়েছে  ফরাসি ঐতিহ্যকে ভিজুয়াল আর্টের রূপ দিয়ে তৈরি তাঁর অপূর্ব সৃষ্টি "লে ভয়াজ ফ্যান্টাস্টিক"।  সত্যি বলতে তাঁর প্রতিটি ছবিই যেন কাল্পনিক ও বাস্তব জগতের বুননে পৃথকভাবে সুন্দর ও অনন্য। মাইরার ভিজুয়াল আর্টমাইরার ভিজুয়াল আর্ট আমাদেরকে স্বপ্ন দেখার স্বপ্ন দেখায়।

Image source: www.all-about-photo.com

মাইয়া স্বাধীন ভাবেই কাজ করতে বেশি পছন্দ করেন এবং তাঁর একটি নিজস্ব ওয়েবসাইটও আছে। তার লিংক নিচে দেওয়া হল। তোমরা যদি কেউ এই প্রতিভাবান ভিজুয়াল আর্টিস্টের কাজ এবং জীবন যাপন সম্পর্কে আগ্রহী হও তাহলে ঘুরে আসতে পারো এই ওয়েব সাইট থেকে - www.maiaflore.com


মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১