আরশদীপ সিং - ভারতের সর্বকনিষ্ঠ বন্যপ্রাণী ফটোগ্রাফার
লেখিকাঃ- সোমাশ্রী দত্ত ----------------------------------------------------------------------------------------------------------------------- শিশুর জীবনে পুঁথিগত শিক্ষা প্রয়োজনীয় হলেও শুধুমাত্র পুঁথিগত শিক্ষা শিশুর সার্বিক বিকাশ ঘটাতে পারে না। পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিশুদের নাচ, গান, আঁকা, ছবি তোলা, ইত্যাদি শখগুলির উপর নজর দেওয়া উচিৎ। হয়ত পরবর্তীকালে দেখা যাবে, শিশুর এই শখগুলির উপর দক্ষতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেটিই তাকে শ্রেষ্ঠতম করে তুলেছে।