৭ তরুণ ক্রিকেটার যারা পরবর্তী বিরাট কোহলি হতে পারেন

 

লেখিকাঃ- রীয়া অধিকারী

-------------------------------------------------------------------------------------------------------------------



তোমাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে ক্রিকেটার হতে চাও বা  ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসো। আমাদের ভারতীয় ক্রিকেটার বা বিদেশি ক্রিকেটার, যারা বর্তমানে খেলেন তাদের মধ্যে কেউ না কেউ  নিশ্চয় তোমাদের প্রিয় খেলোয়াড় । তাদের  মধ্যে তোমরা বিরাট কোহলির নাম সবাই শুনেছ। বিরাট কোহলির খেলার যে অসাধারণ প্রদর্শন ,পদ্ধতি এগুলো আশা করি তোমরা সবাই দেখেছো, বিরাট কোহলি কিন্তু অনেক নতুন ক্রিকেটারের কাছে এবং তোমাদের কাছে অনুপ্রেরণা  আর  কিছুটা অনুকরণীয় বটে।
তার ক্রিকেটের প্রতি অধ্যাবসায়, মনোযোগ, অভ্যাস তাকে করে তুলেছে অন্যদের থেকে আলাদা।

তোমরা যদি এই মানুষটি ক্যারিয়ারের দিকে  তাকাও দেখতে পাবে দারুন ফিটনেস, প্রচন্ড ইচ্ছা শক্তি আর অদম্য পরিশ্রমের ফল তার খেলায় ফুটে উঠেছে। এই সমস্ত গুণ তাকে ধীরে ধীরে ভালো থেকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে গেছে। আর এই সমস্ত ক্ষমতা দিয়ে ই তিনি হয়ে উঠেছেন ভারত তথা গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যাটসম্যান।

সবাইকার মতো সমালোচনা স্বীকার হতে হয়েছে তাকেও ,কিন্তু পরিশ্রম ও মনের জোর দিয়ে তিনি অতিক্রম করেছেন সব সমালোচনা, সব বাধা। তার অবাক করা কভার ড্রাইভ দিয়ে তিনি খেলেছেন বিস্ময়কর কিছু ইনিংস।

আজ আমি তোমাদের বলব ভবিষ্যতের কিছু উদীয়মান তরুণ ক্রিকেটারের কথা যারা পরবর্তীকালে বিরাট কোহলির মতো উজ্জ্বল হয়ে উঠতে পারে তাদের পরিশ্রম অধ্যাবসায় দিয়ে। এক এক করে তোমাদের বলি তাদের গল্প।

শুভমান গিল:- 

ভারতের এক উদীয়মান উজ্জ্বল  ওপেনার ব্যাটসম্যান। যার কেরিয়ারে সব থেকে ছোট বয়সে হাজার রানের গণ্ডি টপকে বিরাট কোহলির রেকর্ড ছোঁয়ার উদাহরণ রয়েছে। এই ইনিংস তিনি খেলেছেন কিছুদিন আগে শেষ হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে। ২০১৮ সালে কেকেআরের মাধ্যমে শুভমান গিলের আইপিএলে অভিষেক হয়। তিনি কেকেআরের হয়ে কিছু দারুন ইনিংসে খেলেন। ঈশান কিষানের সাথে ডবল সেঞ্চুরি ইনিংস খেলে পৃথিবী ডাবল সেঞ্চুরি ক্লাবে সর্বকনিষ্ঠ হিসেবে নাম লিখেছেন তিনি তার সাম্প্রতিক পারফরমেন্স দেখে সাংবাদিকরা তাকে ভবিষ্যতের বিরাট কোহলি বলে মনে করতে শুরু করেছেন।

দেবদত্ত পদিকল:-

ভারতের আরেক ভবিষ্যৎ উদীয়মান ক্রিকেটার দেবদত্ত পাদিকাল। ২০১৮-১৯ এ রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে ২৮ নভেম্বর প্রথম অভিষেক হয় তার । এরপর আইপিএলের জন্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে কিনে নেয়। ২০২১ এ কর্ণাটকে তাকে সৈয়দ মুস্তা আলী ট্রফির জন্য তিনি নির্বাচিত হন। ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেয় ৫২, ৯৭, ১৫২,১২৬ অপরাজিত ১৪৫ ,এবং অপরাজিত  ১০১ । পাদিকল ছটি ম্যাচে ৬৭৩ রান করে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক খেতাবটি তিনি অর্জন করেন।

যশস্বী জয়সওয়াল:-

এই উদীয়মান ভারতীয় খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে, মুম্বাই এবং আইপিএল রাজস্থান রয়ালসের হয়ে খেলেন। 2022 সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছিলেন তিনি। মাত্র কুড়ি বছর বয়সে আইপিএলে অভিষেক হয় তার ।বর্তমানে তিনি টিমের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ।ভারতের প্রাক্তন খেলোয়াড় "দ্য ওয়াল" রাহুল দ্রাবিড় তার প্রচুর প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় এবং বলছেন যে ভারতীয় ক্রিকেটের আসন্ন সুপারস্টার হওয়ার সব ক্ষমতা রয়েছে তার মধ্যে।

টম ব্যান্টন:-

এই ব্রিটিশ ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে ইতিমধ্যেই তিনটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ।তিনি এখন বিশ্ব ক্রীড়া সাংবাদিকদের আলোচনার কেন্দ্রবিন্দু। তার ব্যাটিং দক্ষতা দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং তাকে বিরাট কোহলির সাথে তুলনা করতে শুরু করেছেন। তবে সাদা বলের ক্রিকেট বা রাতে খেলা ক্রিকেটে তিনি যথেষ্ট দক্ষতা প্রমাণ করেও ঠিকমতো নিজের জায়গা করতে পারেননি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ব্যান্টনের ধারাবাহিক দক্ষতা মুগ্ধ করেছে দর্শককে, টি-টোয়েন্টি ম্যাচে তার দুটি শত রান রয়েছে, যা থেকে বোঝা যায় ভবিষ্যতে আরো কিছু ভালো খেলা তিনি বিশ্বকে উপহার দিতে পারেন।

জর্ডন কক্স:- 

ইংল্যান্ডের এই আত্মবিশ্বাসী আক্রমণাত্মক উদীয়মান ক্রিকেটারটির মধ্যে এমন কিছু গুণ আছে যা লক্ষণীয় এবং তিনি যদি সেই গুণগুলোকে আরো অধ্যাবসায় এবং অভ্যাস দিয়ে ধরে রাখতে পারেন তাহলে টেস্ট ক্রিকেটে বড় অনেক বড় ইনিংস তিনি খেলতে পারবেন। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সাসেক্সর বিরুদ্ধে অপরাজিত ২৩৮ রান করেছিলেন এবং কিছু দুর্দান্ত শর্ট নিয়েছিলেন যা আজও দর্শকের মনে গেঁথে আছে ।তিনি উইকেটরক্ষক হিসাবেও সমানভাবে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। যে কোন প্রতিকূল অবস্থায় ম্যাচকে  জিতিয়ে আনার ক্ষমতা আছে বলে তাকে বিরাট কোহলির ছায়া হিসেবে মনে করা হচ্ছে।

ক্যামেরুন গ্রীন:-

অস্ট্রেলিয়ারই উদীয়মান অলরাউন্ডার ক্রিকেটারের প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। এই বিবিএর মরশুমে নিজের প্রিয় খেলোয়াড়ের মতই ব্যাট হাতে বেশ কয়েকটি ম্যাচ জিতানো ইনিংস খেলেছেন তিনি। আবার বোলার হিসাবে ও তার হাতের জাদু দেখেছে সারা বিশ্ব। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের এইসদস্য তার এই খেলার দক্ষতা ধরে রাখতে পারলে নিশ্চয়ই একদিন তিনি বিরাট কোহলির মতো সুপারস্টার হয়ে উঠবেন।

রিশভ পন্থ:-

এই উইকেটরক্ষক  ব্যাটসম্যান তার সাম্প্রতিক কালের দুর্ধর্ষ কিছু খেলা দিয়ে ইন্ডিয়া টিমে জায়গা করে নিয়েছেন ।এই বছর আইসিসি দ্বারা নির্বাচিত টেস্ট দলেও তার জায়গা পাকা করেছেন তিনি এবং ২০২২ সালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট রানের রেকর্ড রয়েছে তার। কোন সময় হেরে না যাওয়ার মানসিকতার জন্য তাকে অনেকেই বাঁহাতি বিরাট কোহলি বলে ডাকেন। বর্ডার - গাভাস্কার ট্রফিতে তিনি যেভাবে ভারতীয় দলকে জয় এনে দিয়েছিলেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভারতের হয়ে,ইংল্যান্ড ,অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কঠিন প্রতিকূল পরিস্থিতিতেও  ব্যাটসম্যান ও উইকেট রক্ষক হিসাবে ১০০ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছেন । বিরাট কোহলি অবসরের পর ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সব সম্ভাবনাময় দিক তার মধ্যে লক্ষ্য করছেন ক্রীড়াবিদরা।

মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১