নো-বেক পিনাট বাটার ট্রিটস

 লেখিকাঃ- সোমশ্রী দত্ত

-----------------------------------------------------------------------------------------------------------------------



মুখরোচক নতুনত্ব খাবার খেতে ভালোবাসে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। ছোট থেকে বড়ো প্রায় সকলেই পিনাট বাটার ট্রিটসের ভক্ত হয়ে উঠেছে। ইস্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে, বিকেলের স্ন্যাক্সে যদি খেতে চাও নো-বেক পিনাট বাটার ট্রিটস তাহলে এখনই শিখে নাও এই রেসিপিটি। নিজে নিজেই  বানিয়ে ফেলা যাবে এই সুস্বাদু খাবারটি। মা-কে খাবারটি তৈরি করে দেওয়ার আর জ্বালাতন না করেই নিজেই সহজে বানিয়ে ফেলো। রান্না করার আগে গ্যাস উনুন বা ইন্ডাকশন ওভেন মায়ের কাছ থেকে কিভাবে চালাতে হয় তা শিখে নিতে হবে। 

কীভাবে বানাবে গ্রিলড চিজ স্যান্ডউইচ?

নো-বেক পিনাট বাটার ট্রিটস রেসিপি সবচেয়ে কম সময় ও কম খাটুনিতে বানানোর মতো একটি রেসিপি।  
প্রস্তুতির সময়ঃ- ১০ মিনিট । ট্রিটসের সংখ্যাঃ ১৫ টি। পরিবেশনঃ- ২ জনকে

গ্রিলড চিজ স্যান্ডউইচ বানাতে কী কী লাগবে?

  1. একটি কাপের এক- তৃতীয়াংশ ঘন পিনাট বাটার 
  2. ১/৪ ভাগ মধু
  3. ১/২ চা চামচ ভ্যানিলা নির্যাস
  4. ১/৩ কাপ শুকনো গুঁড়ো দুধ 
  5. ১/৩ কাপ দ্রুত রান্না করা ওটস
  6. ২ টেবিল চামচ ক্র্যাকার ক্রাম্বস

নো-বেক পিনাট বাটার ট্রিটস বানানোর প্রণালী

  1. প্রথমে একটি ছোট বাটিতে পিনাট বাটার, মধু, ভ্যানিলার নির্যাস নিতে হবে।
  2. এরপর সবকটি উপাদানকে ভালোভাবে একত্রিত করতে হবে। 
  3. উপাদানগুলি একত্রিত করে মিশ্রণ বানানোর পরে গুঁড়ো দুধ, ওটস, ক্র্যাকার ক্রাম্বস ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে।
  4. এরপর বল আকারে গোল গোল করে মিশ্রণটিকে পাকিয়ে নিতে হবে।
  5. পাকানো বল গুলিকে ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে। 
  6. এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে হবে। 

মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১