আগামী ১৪ নভেম্বর ২০২৪-এ প্রকাশিত হতে চলেছে আমাদের দ্বিতীয় পুজো সংখ্যা। এই সংখ্যায় ছোটদের উপযোগী শিশুকিশোর উপযোগী শিক্ষামূলক বা আনন্দদায়ক যে-কোনো ধরনের লেখা, গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, রম্যরচনা, অনুবাদ, কমিকস পাঠানো যাবে। লেখা পাঠানোর শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৪। লেখা পাঠানোর নিয়মাবলী পড়ে নিয়ে লেখা পাঠাবেন।
লেখিকাঃ- সায়ন্তনী ব্যানার্জী ------------------------------------------------------------------------------------------------------------------ ফটগ্রাফি শিখতে চাও? শুরু করো শ্যাডো প্লে দিয়ে! ছোট্ট খুঁদে বন্ধুরা, বলো তো তোমাদের জন্মদিনে আনন্দ উৎসবের ফটো তুলে স্কুলের বন্ধুদের দেখাতে কে না ভালোবাসো? সব্বাই ভালোবাসো, তাই না? কোথাও বেড়াতে গিয়ে বাবা, মা বা বড়দের কারোর কাছ থেকে আবদার করে ক্যামেরা নিয়ে নিজের হাতে খচাখচ শাটার টিপে ফটো তোলার মজাই আলাদা। কিন্তু সব সময় যে সেই ফটো ভালো ওঠে তাও নয়। তখন আবার মুখ ভার করে থাকতে হয়। চন্তা কোরো না, এবার তোমাদের ফটোগ্রাফি কী করে করতে হয় তার টিপস দেব আমি।
লেখিকাঃ- রীয়া অধিকারী ----------------------------------------------------------------------------------------------------------------- তোমারা যারা ছোট তোমরা তো অনেক রকমই ফল খেতে ভালোবাসো আবার কেউ ভালবাসো না। কিন্তু তোমরা কি জানো, তোমরা সব সময় যেটা সাল্যাড বা ফল হিসাবে খেয়ে থাকো সেই শসা তোমাদের জন্য কতটা উপকারী, তার মধ্যে আছে কি কি পুষ্টিগুণ?
লেখিকাঃ- প্রজ্ঞা পর্বত একাদশ শ্রেণী | বিজ্ঞান বিভাগ | কামরাবাদ উচ্চ বিদ্যালয় ----------------------------------------------------------------------------------------------------------- মনের কথা বিভাগে প্রকাশিত সম্পাদকের বিশেষ পছন্দ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন