অঙ্কজব্দ -পর্ব ১

 

অঙ্কজব্দ - পর্ব ১

--------------------------------------------------------------------------------------------------------------



এখানে মজার মজার অঙ্কের ধাঁধা পাবে । ধাঁধার উত্তর খুজতে মাথা গুগলি হয়ে যাবে।


১) রতনবাবুর সাতটি মেয়ে আছে এবং এদের প্রত্যেকেরই একটি ভাই  আছে। তাহলে রতনবাবুর কতগুলি সন্তান আছে?  


২) যদি সাতজন ব্যক্তি একে অপরের সাথে দেখা করে এবং প্রত্যেকে একে অপরের সাথে শুধুমাত্র একবার হ্যান্ডশেক করে, তাহলে কয়বার হ্যান্ডশেক হবে? 


৩) কোন সংখ্যার তিনগুণ সেই একই সংখ্যার দুই গুণের বেশি নয়? 


- উত্তর পরের সপ্তাহে ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হবে। ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অবধি যারা কমেন্ট করে উত্তর জানাবে শুধুমাত্র সেইসব উত্তরদাতাদেরকেই গ্রাহ্য করা হবে। উত্তরদাতাদের উত্তর ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হবে। তখন সঠিক উত্তরের সঙ্গে নিজের উত্তর মিলিয়ে দেখে নিতে পারবে। 

উত্তর দেখুন


  

মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১