বাংলাভিধান - অঋণী

 

বাংলাভিধান - অঋণী

বাংলা শব্দের  অর্থ ও প্রয়োগ -

--------------------------------------------------------------------------------------------------------------
এই বিভাগে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা শব্দের  অর্থ ও প্রয়োগের নমুনা পাবে।
বাক্যরচনার ক্ষেত্রে প্রযোজ্য।

আজকের শব্দঃ- অঋণী

অঋণী -

অর্থ = ঋণী নয় এমন ব্যক্তি / দেনাশূন্য / কারো কাছে কোনো ধার নেই এমন কোনো ব্যক্তি

ব্যবহার = 
  1. নরেনবাবু জীবনের সব দায়িত্ব সঠিকভাবে পালন করে গিয়েছেন, তাই মৃত্যুর সময় তিনি ছিলেন অঋণী।

  2. সমাজের প্রতি আমাদের প্রতিটি দায়িত্ব পালন করলে আমরা অঋণী থাকতে পারি। 

  3. কঠোর পরিশ্রমের পর তাঁর সব দেনা শোধ করে নরেনবাবু এখন হয়ে গেছেন অঋণী।


মন্তব্যসমূহ

এই ওয়েবজিনের জনপ্রিয় নিবন্ধঃ-

বিজ্ঞপ্তি

ছোটদের ফটোগ্রাফি শেখা - পর্ব ১ (শ্যাডো প্লে)

হাড় মজবুত করতে চাও? তাহলে রোজ শশা খাও!

ব্যাং রাজকুমারী - পর্ব ১