গোলকধাঁধা
গোলকধাঁধা – ধাঁধা
১) বাবলুর বয়স যখন ৮ বছর তখন তার ভাই-এর বয়স তার অর্ধেক। বাবলু যখন ১৬ বছর হবে তখন তার ভাই-এর বয়স কত হবে?
- বাবলুর ভাইয়ের বয়স ১২। ৮-এর অর্ধেক ৪, তাই বাবলুর ভাই ৪ বছরের ছোট। এর মানে যখন বাবলু যখন ১৬, তার ভাই তখনও ৪ বছরের ছোট, তাই তার বয়স ১২।
**********
২) গতকালের আগের দিন রনির বয়স ছিল ১১, এবং পরের বছর সে ১৪ বছর বয়সী হবে৷ এটি কীভাবে সম্ভব?
- আজ ১লা জানুয়ারি, আর রনির জন্মদিন ৩১শে ডিসেম্বর। ৩০শে ডিসেম্বর অর্থাৎ গতকালের আগের দিন রনির বয়স ছিল ১১। তারপর পরের দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর ১২ বছর বয়সী হল সে। এই বছর ৩১শে ডিসেম্বর রনি ১৩ বছর বয়সী হবে, তাই পরের বছর তিনি ১৪ বছর বয়সী হবে।
**********
৩) ৭ এবং ৮ সংখ্যা দুটির মধ্যে কী রাখলে ফলাফল ৭ এর চেয়ে বড় কিন্তু ৮ এর কম হবে?
- একটি দশমিক বিন্দু। এর ফলাফল হবে ৭.৮ যা ৭-এর থেকে বড় কিন্তু ৮-এর থেকে ছোট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন